আমার নাম নেই এ প্রজন্মের সভ্য নগরীতে
স্মৃতির চূড়ান্ত রেখায় আমার নাম নেই
লেলিহান আগুনে প্রত্ন জীবের চিতায় আমি নেই
ফসলের মুঠি ভরা দানায় কিংবা উৎসবের প্রজেক্টে নেই
দলিলের সাক্ষরে আর ইটের ভাটার চুল্লীতে আমি নেই
বেবাক কলকারখানায় শ্রমিকের নামের খাতায় আমি নেই
তৈলাক্ত বাঁশের বানরের জাতে আমাকে রাখেনি বিপ্লবী
কারণ আমি সচ্ছকাচের আয়নায় নিজেকে দেখি নিজের মত করে।