প্রাণের নদীর তীর ঘেঁষে আজ সারি সারি কাশফুলে,
বাতাসের সুরে মধুর গন্ধে ময়ুর পেখম মেলে।
চুপিসারে নদীর রূপালী ঢেউ কানে কানে এসে বলে,
বাংলা মা তাঁর মমতার আঁচল ছ‌ড়িয়ে‌ছে ধূপ তালে।


ভেজা ঘাস, বন, সবুজের রঙ মায়ের পায়ে মলে,
নমঃশূদ্র দেখো শারদীয়া সাজে আসে মা হেলে দুলে।
গঙ্গা যমুনা তিস্তা মেঘনা ডাকছে শঙ্খচূড়ায়,
মনের গহীনে লালের লালনে যেন গলছে হিমালয়।


এই‌তো আমার ভাটির দেশে বাংলা মায়ের কোল,
শরৎ বলে আয়‌রে তোরা মেঘের ভেলায় দোল।
বসন্তরাগে বাসন্তী সাঁঝে চল ছুটে যাই প্রিয়া,
মন বলেছে কে এসেছে দেখ বিজয়া মহালয়া।


দেবীদ্বারে সবে সাজিছে কুসুম বাহারি সন্ধ্যা বেলা,
মহাতেজস্বী এলো বীরভূমে হাতে রেখে হাত মেলা।
আকা‌শে বাতাসে একূলে ওকূলে কাঁসার ঘণ্টাধ্ব‌নি,
রুপালী ভুপালি ভজন নৃত্যে তু‌মি ভ‌ক্তের ম‌নি।
মানুষ আমরা মানবকূ‌লে বাঁধ‌বো ভালোবাসায়,
স্মৃতিচারণে গড়বো সমা‌জ শান্তি জয়ের আশায়।