আমার নীল দুঃখ গুলোকে কেউ ভাগ নিতে চায় না
শ্রাবণের স্মৃতির পাশাপাশি খেলা করে বিষাদের হাসি
সরোবরে নদীতে এঁকেবেঁকে পাড় হয়ে গেছে ধুলোমাটি
ধূপের ছাই উড়া কষ্টে নিঃস্ব উড়ে শরতের জোনাকি।


সুযোগ্য সময়ের অভাবে সঙ্গমের অপেক্ষায় মরে যায় শুক্রাণু
কাদার বহরে মাকড়শার ঝুলে পঁচে যায় নিষ্পাপ জরায়ু
আবেগের অনুশোচনায় আমার নীল বিছানায় খেলা করে ছায়া
নিথর পরে থাকে নথিভুক্ত চিরকুট বসন্তোৎসবের নীলপদ্মে।