মাথার উপরের সু বিশাল আকাশ
নীলের বদলে রঙ লাল, অশান্ত হৃদয়
বন্য পাখিরা উড়ে চলে পশ্চিমে
তাই বলে এটি মেঘের সন্ধ্যা নয়।


দোয়েল আর বুলবুলির মিষ্টি ডাকে ঘুম ভাঙ্গে
তখনও চোখ খুলে দেখি আকাশ লাল
রোগা দেহে মৃদু বাতাস গায়ে লাগে
রক্তিম লাল চোখে খুঁজে মরি, এ কোন ঋতুকাল ।


সন্ধ্যাকে আমি দেখেছিলাম,
তেতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে এক পানে চেয়ে
নতুন বৌয়ের মত পরা লাল পাড়ের জমিনে- শাড়ি
পলকে রাতের মত ছেড়ে দেয়  কালো চুল – পরে বুঝলাম আমার দেখার ভুল।


পঞ্জিকার পাতা থেকে দিন হারিয়ে যাওয়ার মত
সন্ধ্যা হারায় আর আমি হারাই খেয়া ঘাটের নাও এর মত
জানি ঘাটে ফিরতে হবে নতুন সন্ধ্যা দেখার আশায় পাগলের মত।  
সন্ধ্যা - ভালো থেকো।