সূর্যের আলো কী দেখতে পারবো বল,
নাকি চাঁদের ধার করা আলোয় জীবনটা কেটে যাবে।
রাতের আকাশে তারার মেলা থাকলেও,
আমার আকাশে তুলো মেঘে ঢেকে গ্যাছে সমস্ত মিটিমিটি তারা।
দিন যায় কালো মেঘের শিহরিত গর্জনে,
রাত আসে ধুলো মাখা শূন্যতার ছোপে বিষণ্ণতা অর্জনে।
শৈশব থেকে হেরে যাবে কী দুর্দান্ত কৈশোর,
নাকি এভাবেই চলবে ফ্লিমের রিলে আমাদের অদেখা ভোর।
ছাই হয় সময়, ছাই হয় স্বপ্ন, ছাই হয় কারুশিল্পী বাবুই,
মেধাবীরা পাবে কী সীমান্ত জুড়ে ঘুড়ি উড়ানোর নাটাই।
রাত হলে নয়নের জলে মূর্ছা যায় গামছা মোড়ানো বালিশ,
সকাল বিকেল দীঘির জলে ঢেউ খেলে পিতার অবাস্তব নালিশ।
প্রিয়তমা সূর্যোদয় কী আসবে জীবন পথে বাসন্তী রং নিয়ে
রাত আর কালোমুখে তুলবে না কোন তারাহীন সুর দিয়ে পূর্ণিমাতিথিতে।