সোনালী বালুর দেশে শক্ত রুটি আর উটের দুধ খেয়ে বেড়ে ওঠা বেদুইনদের কথা আমাকে বলতে এসো না। শুকনো কিসমিস আর খেজুরের লোভ দেখানো স্বভাব তাদের বেশ প্রাচীন। তরবারির নাচ আর ঘোড়ার আস্তাবলে দাসীপনা আমি দেখেছি। লুটপাটের নৈরাজ্যে শ্রেষ্ঠত্বের ভূমিকায় ওরা অট্টহাসি হাসতে পারে। কালো খিরকা আর টানা চোখের সুরমাতে যৌবন লুকোতে লুকোতে ডুবে যায় ওদের জীবনের শেষ সূর্য। তাই নয় কি! এই তো হল ইতিহাস।
তবে কেন আমার দেশের স্বপ্ন পুষে রাখা নারী সব কিছু বিসর্জন দিয়ে ওদের ঘরে ঘুমোতে যায়।
জানি না। আমি কিচ্ছু জানি না। একে একে লাশ হয়ে ফেরে পোড়া বারুদের মত সোনালী ধুলোর তলদেশে।