অর্থের লোভনীয় ছাইপাঁশ খেয়ে খেয়ে দু পায়া মানুষের পেটে আজকাল সত্য হজম হয়না। দেখলাম ঘরের মানুষের।
দেখলাম ঘাটের মানুষের।
অপেক্ষায় আছি,
একদিন সবাইকে দেখিয়ে ডানা মেলে উড়ে যাব।
বুঝিয়ে দেব ওদের, আমিও মানুষ ছিলাম।


ঠিক তখনই কিন্তু
কদর বেড়ে যাবে সাংঘাতিক হারে
খেয়ে পড়ে বড় করিয়েছে যে পিতা,
দালান দেখে বিয়ে করিয়েছে যে ঘটক,
রক্তের টানে সুবিধে নেয়া অন্যায় পক্ষে স্বতন্ত্র যে স্বজন আত্মীয়,
স্বার্থের টানে আবদার করা প্রেমিকা,  
সবাই ঐ দিন দু ফোটা অশ্রু ঝরে আফসোস করে বলবে,
"ভাল থেকো ওপারে"
তারপর, সব আগের মতই
মাঝ দরিয়ার পানির মত শান্ত।