আবহমান নদীর পানে চেয়ে আছি পরন্তু বিকেলবেলা
শিল্পীর চোখে মুগ্ধ হয়ে দেখছি শরতের আকাশ,
পায়ের নিচের তরতাজা ধুলো মাটির ঘ্রাণে
তৃষ্ণা মেটায় সাদাটে কাশফুল আর ভাদ্দুরে বাতাস।


দূর থেকে ভেসে আসে মাঝির হাক ডাক
ঘাটে বাঁধা নৌকায় ইচ্ছে করে মরে যেতে,
এখানে খেলা করে অজ্ঞাত পোনামাছ
হুতুম পেঁচার মত দাঁড়িয়ে বট বৃক্ষের শেকড়ে।


কৃষকের মাটি ভেজা ঘামের ফসল সবুজ জমি
বশ্যতার তন্দ্রায় আমি মুগ্ধ হয়ে দেখি আবারো
আমি নিঃশব্দে বসে থাকি পশ্চিম বাকে জলেশ্বরীর কেশে
যেখানে মরে যায় সূর্য,
অমাবস্যার গোধূলি তটে।