বিরহ ভারাক্রান্ত মন
ধৈর্যের শেষ দ্বারে দাঁড়িয়ে
এদিক সেদিক তাকিয়ে
খুঁজছে নির্লজ্জ রশি।


ক্ষণেক্ষণে মাথা তুলে
বিষাদময় দৃষ্টিতে দেখছে
জল্লাদ - সিলিং ফ্যান
কিন্তু এ কি!


হঠাৎ মুখে হাসি কেন?
অদৃষ্টের দর্শক হতবাক,
মুহূর্তেই অট্টহাসিতে মুখর
আমারই চির চেনা কয়েদখানা
মৃত্যুপুরী অট্টালিকা।