দীর্ঘ বিরতির পর এখনও আমায় নিয়ে স্বপ্ন দেখো
সীমাহীন দূরত্বে আজও সহস্র স্বপ্নে আমারই ছবি আঁক
কিভাবে পারো এতটা ভালোবাসতে আমাকে নিশীথিনী
নীরবে পথ খুলে দাও ভোরের চুমোয় তন্দ্রিত কূলহীন সাঁকো।


যে পথের ভুলে আজও আমি জোছনাহীন পথে হাঁটি
পরস্পরের ভুল পথের মাশুলে বৃষ্টি চলে যায় উপত্যকায়
বারান্দায় গ্রিল ধরে চেয়ে দেখো পূর্ণিমার চাঁদ নিষ্ফল নিবেদনে
আমি অপেক্ষায় থাকি নতুন ভোরের কোন এক বিকেল চুম্বনে।


হাতে হাত রেখে আবারো হয়তো আঁকতে চাও জলছবি
পাথুরে সীমানায় আমি নগ্ন পায়ে দাঁড়িয়ে কল্পনায় লিখি
আমি আজও আছি প্রথম ঠিকানায় সম্মোহিত সমুদ্র ঝড়ের ফেনায়
অপরাজিতা তুমি, আমি আজও তোমাকে ভেবেই মালা গাঁথি।