( সভ্যতার আড়ালে বিষণ্ণতা গহীনে স্বেচ্ছায় নিভে যাওয়া মানুষটাকে উৎসর্গ করে)


তোমার জন্য অনেক শব্দ খুঁজে মরি প্রতি রাতে,
তোমার জন্য কাঁদতে গিয়ে পারিনি সামলাতে।
তোমার জন্য অনেক গিলেছি সহস্র নোনাজল,
তোমার জন্য ছেড়েছি শেষে পাড়ার কোলাহল।  
তোমার জন্য অনেক শব্দ ঋণ করেছি খাতায়,
তোমার জন্য ছুঁয়েছি রাতে পুরনো লেখার পাতায়।
তোমার জন্য আঁচড় কেটে লাল করেছি হাত, তোমার জন্য নিরস মুখে তুলিনি মুঠো ভাত।
তোমার জন্য নষ্ট হতে হয়েছি রাতের পদ্ম,
তোমার জন্য সমাজের কাছে হয়েছি অনেক জব্দ।
তোমার জন্য ঢেলেছি কেরোসিন বিশৃঙ্খল এ গায়ে,
তোমার জন্য জ্বালাবো আগুন আঁচল রাঙা পায়ে।
তোমার জন্য ফেলছি নিকাশ কলস ভরা জলে,
তোমার জন্য লিখছি চিঠি পিদিম আলোর ঘরে।
তোমার জন্য হাসছি আমি ঘুমের রাজ্য ছেড়ে,
তোমার জন্য হাঁটছি একা শরৎ মেঘের ধারে।
তোমার জন্য বিষণ্ণতা নিত্যদিনের সঙ্গী,
তোমার জন্য পৃথিবী আমার চার দেয়ালে বন্দি।