(১)
এখানে এসে -
জীবনটা মনে হয় থমকে গেসে
সময়টা মনে হয় আটকে গেসে
নিয়তির শেষটা দেখাও শেষ
মনে হয় তোর অবহেলাও শেষ।

(২)
তোকে যে চায় নি সে পেয়েছে
যে চাইতো মোনাজাতে সে হেরেছে
না পেয়েও ভালোবাসে তুই বুঝিস না
সে হারালে তাকে আর তুই খুজিস না।

( ৩)
সে খুজছে নতুন কাউকে
আপন করে পাবার আশে
গর্ব করে আর বলিসনে তুই
সে তোকেই ভালোবাসে।

( ৪)
প্রকাশ আর করবে না সে
তোর প্রতি কত ভালোবাসা
ভালোবাসার মূল্যে অবহেলা
দেয় নি তাকে ব্যথা? এটাই ব্যর্থতা!

(৫)
অহেতুক জল্পনা কল্পনায়
ভালোবাসা মিলে না রে
অন্য কারো প্রিয় জনরে
সে কেমনে ভালোবাসবে।

(৬)
তবুও সে বাসবে ভালো
তোকে অনেক গোপনে
ভালোবাসা রাখিসরে
তুই মনে গভীর যতনে।