মাগো তোমার ছেলে বহু দূরে,
করছে দেশের সেবা।
দুই হাত তোলে করছো মোনাজাত,
কবে ফিরবে খোকা?


আয় ছেলে আয়, বুকে ফিরে আয়,
করিস নে আর দেরি।
মুঠোফোনে আজ কথাগুলো শুনে,
ভাবছি কীভাবে ফিরি?


দিন চলে যায় রাত বয়ে যায়,
কাঁদছি আমি একা।
জড়িয়ে ধরিনা বছর খানেক,
বুকটা আমার ফাঁকা।


মাগো মা শোনো ভাবছি আমি,
আসব ঈদে বাড়ি।
এ কথা শুনে খুশিতে মায়ের,
নয়নে এসেছে বারি।


লকডাউনে যান চলে না,
রয়েছে প্রাণের ঝুঁকি।
মায়ের উঠোন ফাঁকা রয়েছে,
ছেলে যে দিয়েছে ফাঁকি।