একদা জ্বর এসেছিল শরীরে,
মাথায় ছিল ঝিমুনি,
গায়েতে ছিল কাঁপুনি,
অস্থিগুলো পড়ছে যেন ছিঁড়ে।


ব্যথায় আমার অস্থির দেহ,
গরম চা, এলাচি সবই খাচ্ছি,
নিয়ম মেনে ঔষুধ নিচ্ছি,
উঠা-নামা করছে প্রেশার, বাড়ছে তাপদাহ।


এন্টিবায়টিক খাচ্ছি অনেক,
পাড় করেছি সপ্তাহ খানেক,
অক্সিজেনের অভাব মেটাতে,
ছুটেছি হাসপাতালে তে, শ্বাস কষ্ট বাড়ছে অবিরত।


সকল চেষ্টা বাদ দিয়েছি,
সকাল-সন্ধ্যা স্নান করেছি,
পরীক্ষা-নিরীক্ষা সব কষেছি,
সিদ্ধান্ত নিয়েছি আমি, নিব এবার রৌদ্র থেরাপি।