আষাঢ়ে হাওয়া বয়ে বেড়াচ্ছে,
আমার জানালার কোণে।
সকল দুঃখ ভাসিয়ে নিয়েছে,
যেন ফিরে আসবে না কোন দিনে।


বৃষ্টিমাখা দিন গুলো কেন,
এত সুখের আভাস দেয়।
সুখগুলো তাই দিয়াছি ছিটায়ে,
তোমার ই চারি কোণে।


পেতাম যদি এমন দিনে,
মনের মানসীটাকে।
ভালবাসার নাও ভাসাইতাম,
আনন্দ মাখা জ্বলে।


সুখ পাখিটা ধরা দিয়েও,
দেয়নি কবু ধরা।
আষাঢ়ে বাতাস শেষ হয়ে যায়,
বেলা রয়ে যায় পড়ে।।



উৎসর্গ-আমার প্রিয়তমা স্ত্রী সহধর্মীনি সহমিনা আক্তার
রচনাকাল-২১ জুলাই ২০১৪ খ্রিঃ।