টুঙ্গি পাড়ার আলো তুমি,
দান-দক্ষিণায় পাকা তুমি,
গরিব-দুখির ছায়া তুমি,
ছোট থেকেই প্রতিবাদী তুমি,
খোকা নামে সবাই চিনি।
---------------------তুমি শেখ মুজিব।


ছাত্র থেকেই নেতা তুমি,
শত নির্যাতনে নির্যাতিত তুমি,
ভাষা আন্দোলনের নায়ক তুমি,
পূর্ব বাংলার হুংকার তুমি,
বঙ্গবন্ধু নামে সবাই চিনি।
----------------------তুমি শেখ মুজিব।


ছয় দফার ধারক তুমি,
বাঙালি জাতির পিতা তুমি,
গণঅভ্যুত্থানের বাহক তুমি,
প্রভাবশালী নেতাদের নেতা তুমি,
রাজনীতির কবি নামে সবাই চিনি।
----------------------------তুমি শেখ মুজিব।


বাংলাদেশ নাম কারক তুমি,
৭ই মার্চের ভাষক তুমি,
স্বাধীনতার ঘোষক তুমি,
কৃষক-শ্রমিকের স্বপ্নাদর্শক তুমি,
বিশ্ববন্ধু নামে সবাই চিনি।
----------------------তুমি শেখ মুজিব।


মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তুমি,
সংগ্রামের সাহস তুমি,
দেশ বিজয়ের সাক্ষী তুমি,
দেশ উন্নয়নের স্বপ্নদ্রষ্টা তুমি,
শ্রেষ্ঠ বাঙালি হিসেবে সবাই চিনি।
----------------------------তুমি শেখ মুজিব।



এই কবিতা নিয়ে কিছু কথা।
এই কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে পরিপূর্ণ কোন আলোচনা করা হয়নি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ করে ছোটদের জন্য স্বল্প কথায় তাঁর জীবনের বিশেষ বিশেষ অংশ আমার কবিতায় তোলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার স্বল্প জ্ঞানে এই কবিতায় ভুল কোন তথ্য থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সংশোধনের পরামর্শ প্রদান করলে উপকৃত হব।
কবিতাটি সবাইকে অন্তত একবার পরার জন্য অনুরোধ করা হলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটি লিংক উপস্থাপন করলাম। https://bn.wikipedia.org/wiki/শেখ_মুজিবুর_রহমান