এখন চারপাশে খেলা দিবসের সাইনবোর্ড
টিভি, পত্র-পত্রিকা আর গণমাধ্যম — সবাই করছে জয়ধ্বনি
যে যার মতো টাকা লুটে; জনগণের কাছে খনি—


হিসেব নিকেশ হেলিকপ্টারে।


ক্লাবগুলো সব সোনার হাঁস— মহামারিতে তারাই দাস
বিরোধী দল অস্তিত্বহীন,মিথ্যে মন গণপ্রচার
কাজের নামে লুটোপুটি, ভরাচ্ছে সংসার—


দেখছে সবাই হ্যাঁ করে।


অতীত নীরব। সবজান্তা।অভিনয় খেলার মাঠে
যে যা বলুক সাজানো সব, নিজেই চিরন্তন
সবই তাঁরই হাতের পাখি,খেলাচ্ছে সর্বক্ষণ—


সৌজন্যের মন্ত্র পড়ে।


আবোলতাবোল গল্প সাজায়, ভুলকে ঠিক বলে
বাজার গরম বিজ্ঞাপনে,এটাই খেলার   উন্নয়ন
বিনাপয়াসার ম্যাজিক শো'তে চড়ছে হে রাজন-


ষড়যন্ত্রী মন্ত্রীমশাই দেশ-বিদেশে ঘোরে।


খেলার মাঠে সময় হারায়।ফেরার পথে বিষণ্ণতা
পরিচয় তো সাধারণ। অসাধারণ পতাকার তলে
গরীব জীবন দুরছাই! ওরা পাঁচবছর নিজেকে বলে—


খেলা হবে ১৬ই আগস্ট বলের পরে।