বেঁচে  থাকার অধিকার  আমারও
যেটুকু বিড়ম্বনা
শুধু  সময়ের স্বগত ভাষণ


তোমার উষ্কখুষ্ক খেলার প্রতিভা
মেঘে ঢাকা আছে
ঢাকা  পড়েনি শুধু চাঁদ ও তারামণ্ডলী


তোমার ব্যর্থতা  তুষারেও ছড়িয়ে
তোমার আদবকায়দা  বেমানান  রঙ
তোমার প্রভূত্ব শক্তি অন্তরে পুনর্বার
তোমার সাজানো  পথে রক্ত, মাংস  হাড়
সে পথ ভিজে যায়  চোখের জলে


বেঁচে থাকার  অধিকার  তারও ছিল
যে ভাবে  তোমার আছে
সে ভাবে একটা  দেশ কিংবা  রাষ্ট্র
তোমার মৃত্যুতে উল্লাসী


এ চাওয়া  আমার  নয়
আমিও  বাঁচতে চাই
বেঁচে  থাকার  অধিকার  আমারও।