দেখতে দেখতে ছ'মাস  কেটে গেল
কথা হয়নি দেখা হয়নি
কেবল ফোনে যতটুকু  দেওয়া - নেওয়া
শুধু  মাঝে মাঝে ভয়ের চুপচাপ


রাস্তাগুলো  যায় না চেনা - সারি সারি  শবের গাড়ি
মিছিল  নগরী  চলেছে  গণ  সমাদরে


আজ আর যায় না তাকানো
শুধু  এই বদ্ধ ঘরে
সমূহ  সময় ঘড়ির কাঁটায় ঢংঢং  করে বেজে যায়
খবরগুলো  ভাসে চোখের আয়নায়  


কখনো  এগিয়ে যাওয়া  তোলপাড়  করা জীবনে
কয়েকটি  শব্দ  ভারি হয়ে ওঠে


খানিক চুপচাপ  


আশা  জাগে
আবার কবিতায় ফিরে দেখা।