ভাঙ্গা  সাঁকোতে দাঁড়িয়ে  তুমি আর আমি
অন্তিম কিনারায় মৃত্যু  অপেক্ষা  করে
তারপর লাল- নীল আলো
সন্ধ্যাকালের মিছিল
ভয়াবহ  মহাস্রোতে জন প্রচার গর্জে  উঠে
বালি - রক্ত, রক্ত - কাদায়
স্বপ্নঘুম
আজন্ম  পিপাসা ভ্রমর হয়ে কাঁপে
শূন্য  আকাশেও ছন্দ মেলায়
দিন রাতের অবরুদ্ধ  ছন্দে।