গনতান্ত্রিক  বাজার লুট হয় স্থির আলোতে
রক্তের স্রোত লাফিয়ে গ্রাম আর শহরে
বুদ্ধিজীবীর গলাতে গনতান্ত্রিক জয় গান
হায়রে  গনতন্ত্র!  দুয়ারে দুয়ারে শরীর বিক্রি হয়
খোল আর করতালি  বিজ্ঞাপনের সামনে নাগরিক সমাজ।
তাদের গলা থেকে পেট, রোজ নামচা
দলে দলে রাজপথে।
উড়ছে ঘর, পুড়ছে মানবতা,অগণন শরীরী ঘ্রাণে
সদ্য আঠারোর মেয়েটির  যৌবন ছিঁড়ে খায়
পালতোলা  গনতন্ত্র ।


চারদিক অন্ধকার, রাতের বারান্দায় খুন  হয়ে যায়
গনতন্ত্র মাখা শরীরে ঢাকা
সদ্য বিবাহিত এক যুবক।


এই তো গনতান্ত্রিক জয়, সবার সেরার সেরা
মুহুর্তের  লুট হয়ে যায়
গনতন্ত্রের  পতাক।