সেই শৈশব থেকেই  আমি হারিয়েছি
যেখানে অন্যরা পেয়েছে; আমি পাইনি
কত সুন্দর আকাশের গায়ে;আমার জমানো আবেগগুলো ঠিক


স্থির নয়  ঝর্ণার হাত ধরে    



আমার কান্নার উৎসগুলো ছিলো ভিন্ন ;সেই সুর
আমার অন্তরে সগৌরবে দুঃখ; জমে ওঠে
যা কিছু আমি পেয়েছি;সে-ও মায়ের


চিরন্তন সেই ভালোবাসা, কল্পনায় একা



তখন -সেই শৈশব,একটা আবেগের রাত-
ক্রমশ কাটত - অজানা এক বোধের নেশাতে
সেই রহস্য এখনো আমাকে ঘিরে


এক হাহাকার আর নিঃসঙ্গতা আয়তচোখে


পাহাড়ের চুড়ায় ব্যর্থতায় নৈঃশব্দ্যে আকাশ
চারদিক  অন্ধকার  ;ঝড়,বজ্রপাত
যা ছিল একটানা  বৃষ্টি আলোকরেখা  


সেখানেও বয়স হারায়


যা আজও  আবেগের কাছে...