সারাদিন মুখের ভাষা  বুঝতে পারোনি বলে
দুপুর রোদের  কাছে  রাখি আক্ষেপ
মনের মধ্য ফিরে আসে একাকিত্বের গল্প
যন্ত্রণা দ্বিগুণ হয়
কথা সংক্ষেপ হলে অসহায় বোধ করি
দুপুর ভেঙে বিকেল  
তবুও  অপেক্ষা শুধু অপেক্ষা
তোমার স্মৃতির পাতায়
আবারও ফিরে যাই
তখন সন্ধ্যা হয়
ঠিক যেখানেই তোমার প্রথম আদরের বিছানা ছিল
সেখানেই তোমাকে আবার ফিরে পাই
রাগ - অভিমানের সিঁড়ি  বেয়ে
সেই রাতে তোমার আদর।