আমরা  ভেসে আছি  খালি নৌকায়
পূবে, পশ্চিমে অচেনা  মানুষ ভর্তি  নৌকা
তরতর করে  জোয়ারের  জল বাড়ছে
আমার নৌকার  নোঙর  পড়ে আছে
কেউ দেখছে , কেউ হাসছে
কতকত মানুষের  জলযান   যায় পেরিয়ে
আমি স্থির ধীর  জলে নৌকোয় একা


সময়ের  প্রভাব  ব্যস্ততার  মোড়া
আমাকে ফিরে যেতে হবে
অনেকের নিশানায় আমি
তবুও  একটা  অবলম্বন  চাই


ভয়ের প্রতিক্রিয়া  শরীরে  
সংকোচে  মাঝিরা
সূর্য  কিছুটা  আলোবেশি দেয়
সন্ধ্যা নামে
পাখিদের পরিবার  টা টা করে বাসায় ফিরে


আমি তখনও  বিষাদ মনে


শুধু  একটি অবলম্বন  চাই।