নৌযাত্রা শেষ হল।শুরু হল স্থল পথ ঘেরা যাত্রীর।
হুড়োহুড়ি, কঠিন ওঠানামা। ঘুমিয়ে নিচ্ছে পথিকেরা।
ক্যাজুয়াল জীবন বিনিময় অলৌকিক পথের।


মহান আদর্শের বাণী উপচে পড়ে,যন্ত্রণা ঘিরে
পেছনে ছুটে পেটুয়াধারি,বলে তারাই কথা
সাহস ঠেলে এগিয়ে যায় অগাধ আলোর ভীড়ে।


সময় - কথা ভেঙে যায় অতীত ছাড়িয়ে
আশ্চর্য সেই পথ যেন ভবিষ্যতে অন্ধকার
তবুও গোলামী নয় সে যে, মাথা উঁচুতে পেরিয়ে।


জলপথ নিশানা ঠিকই, স্থলপথ নতুন সঞ্চয়
মিথ্যে অঙ্কে ডুব না দিয়ে, ঘুরপথে অবসর
জালিয়াতি রোজ রোজ আলোর পথে ঘোরময়।