আমাদের কথা কেউই রাখবে না মনে
সময়টা চেনে যুগ যুগ ধরে
ভাতের স্বাদ নেয় উলঙ্গ শরীরে
ছোট্ট -ছোট্ট মানুষ
যাঁদের  কাছে অচেনা লাগে,সময় ভাঙে বিচিত্র রঙ্গমঞ্চের কৌশল
তাঁরা আর খোঁজ নেয় না এই ছোট্ট মানুষদের


আর এই লোলুপতা সম্ভ্রম ছোট্ট মানুষেরা
দু'মুঠো চালের আহ্বানে
ছোটাছুটি করে এদিকে - সেদিকে
আজকের আমরা জেগে উঠি ভাতশূন্য থালায় অনাহারে ফুটপাতে
আমাদের নিয়ে পৃথিবীর থেকে কেড়ে নেয় যাঁরা
আনন্দ-শোক - দুঃখ কথা
তাঁদের দিকে লাফিয়ে চলি
আমরা যত মানুষ ভেড়া।




---------------- ---------------- ---------------- ---------------- ----------------
লেখা পাঠান
ankurishapatrika@gmail.com


সম্পাদক, অঙ্কুরীশা