আমার সহজ সরল স্বপ্নের ভেতর রোজ হেঁটে যায়
আমার চেনা মুখগুলো
যেন দুঃখ, যন্ত্রণা গাঁথা অসহায়ত্ব মাখা ছবিতে
আমি নির্নিমেষ  চোখের দিকে চোখ রাখি,ভাবি,
এই তো ভাগ্য!
চারপাশ থেকে পিলপিল করে  সেই সব মানুষ আসছে
অনাহারে, অনিদ্রায় অস্ফুট চিৎকার ও ভয়ে


মুহুর্তে আমি ফিরে যাই আমার অতীতের গল্পে
ভেবে যাই  সেইসব দিনগুলো, রাতগুলো


আসলে তো সেদিন ঐ মুখগুলোকে খুব কাছ থেকে চিনে ছিলাম  
আজ ওরা করুণার পাত্র হয়ে সুদুরের উপেক্ষিত
নাগরিক হয়ে বেঁচে আছে।