আমি আমার ঘর একই সাথে থাকি
ঘরের ভেতরে আমি আমার ভেতরে ঘর
ঘর করেছে লক্ষজনের  আপন কিংবা পর
আমার ভেতর ঘরটি আজ ইচ্ছাতে ঢাকি।


আপন মনে থাকি ঘরে আশা বেশি নয়
নির্জনে কেউ পোশাক বদলে চোখে চোখে রাখে
স্বস্তিতে আজ থাকবে বলে ঘরের ছবি আঁকে
অন্যমনে অন্যদিকে  থাকে লক্ষ জনায়।


ঘরের ভেতর আমি আর আমার ভেতর ঘর
আমার ঘরে বসত করে ক'জন আপন কিংবা পর।