আমার বালক বয়স মায়ের কোলে বসে


খাদ্যহীন, আলোহীন  


মায়ের ঘুপচি দালানে


কয়েকটি ছেঁড়া  কাঁথাতে  আমার স্বপ্ন কাটে


মায়ের অজান্তে কত রাত ভিজিয়ে বিছানা


সকাল সূর্যের ডাকে  সকাল ভাঙে


একথালা জলে দু'চারটে ভাত মেশানো


হাল্কানুনের চাট খেয়ে


মায়ের হাতধরে প্রায়ই কৈশোর কাটে


অতীত স্বপ্ন স্মৃতিতে আমার যৌবন ফিরে


মায়ের স্পর্শ নেই আজ


এক মায়ের মন্দির 'মা' নামে  


সারা দালান জুড়ে


মা জানতো না - আমার শৈশব, কৈশোর, যৌবন


সবই ফিরয়ে দিয়েছে - মা নিজেই