প্রাইমারির গণ্ডি পেরিয়ে গেলাম হাইস্কুলে
চোখের কোণে স্বপ্ন  ছিল অভাবে যাই ভুলে


এক - এক দিন না খেয়ে থাকতাম অনাহারে
সন্ধ্যে বেলায় বাড়ি ফিরলে ঝামেলা  সংসারে


পাশের গ্রামে ইংরেজি শিক্ষক মাননীয় শান্তিরাম বাবু
উৎসাহ আর আগ্রহ দানে হয়েছিলাম বেশ কাবু


টিফিনে উনি আমার জন্য  পাঠিয়ে দিতেন মুড়ি
বাড়ি ফেরার পথে পেয়েছিলাম আশীর্বাদের নুড়ি


আজ কয়েক দশক পরে তাঁকে যে খুব মনে পড়ে
অনেক ঋণের বোঝা নিয়ে আছি এখন ঘরে


দু'চোখে আমার ছিল দুঃখ  দেখিয়েছিলেন ভবিষ্যৎ
আজ আমি উনার জন্য পেয়েছি সঠিক পথ


সারাজীবন বুকের মাঝে আপনার জন্য পাতা আছে আসন
আপনার শিক্ষায় আজ শিক্ষক আমি পেয়েছিলাম বলে শাসন


যেখানে যতদূরে থাকেন আপনি প্রণাম আমার নেবেন
দূর থেকে দু'হাত তুলে আজকে দিনে আশীর্বাদ  দেবেন।