আমি দিন-রাত দেখে যাই
আমার ভালো লাগা,মন্দ লাগা প্রতিটি  দৃশ্যপটে
আমার দেখে যাওয়ার সাথে অন্যের অমিল গোঁজা
চোখের সামনে খুন,ধর্ষণ... হরেকরকম চাওয়া
প্রতিবাদী  মনে মৃত্যুভয়
সমাজ সাজানো চক্করে
বিভৎস মুখোশে রক্তের  দাগ
আমি পাংগু চোখে দেখে যাই


আমার সমস্ত স্বাদ
মানুষের মৃত্যুতে শেষ  হয়
শহর - গ্রামে লাল রক্তের  সূর্য  
ঘুরেফিরে...
আমি শুধু এসব  দেখি।


একটা রাষ্ট্র  লুণ্ঠিত হতে হতে
ঘোষিত রাজ্যের জয়ধ্বনি
তাও দেখি লক্ষ কোটি বেকারের চোখে
নির্নিমেষ স্বপ্ন পুড়ে যায়।