এ জীবন মুক্ত করে ব্যবহারিক শব্দ টানে
নিজের অস্তিত্ব খুঁজি  একান্ত নিজের মধ্যে
সিঁড়ি ভাঙা সকাল- দুপুর -সন্ধ্যায়


হেঁটে যাচ্ছি অখণ্ড এক শরীর থেকে
চিনে নিচ্ছি হাত-পা, চোখ-মুখ আর  ঈশ্বরীয় শরীর
একটু একটু করে জন্ম নিচ্ছে উনজীবন


আমি সমগ্র বর্ণমালার গর্ভজলে
আয়নায়  প্রতিচ্ছবি দেখি
আমি ও আমার পিতা এক।