আমি শ্মশানে পৌঁছনোর পর
রক্তের  টানে দাঁড়াই  দুটো চিতার সামনে
সাহসে বলে উঠি মায়ের শোক গান
সহসা বাতাস এসে শরীরে ভরিয়ে দিয়ে যায়
শৈশব, কৈশোরের মমতামাখা ভালবাসা
সেই জীবনব্যাপী অনুরণনের হাত ধরে আজ আমি এখানে এসে দাঁড়ালাম


মুখে পরিচিত আপনজন কখনও ফুল ও ফুলের মালা দিয়ে করে বরণ
আবার কখনও  পথের  কুকুররাও  চিতা  ঘিরে
দুঃখের  কথা জানায়
শ্মশানে পড়ে থাকা কয়েকটি পোড়া কাঠ
আমি হাতে তুলে  অন্ধকারে স্মৃতি খুঁজি


এক চিলতে মায়ের জন্য কেঁদে উঠি
চিতা নিভে যাওয়া শ্মশানের  সামনে।