জানি এই পৃথিবীর  সব ভাষা ঘিরে আসে
শুধু আসে নাকো  বাংলা ভাষা
নিশি-দিন  এই ভাষা ধ্বনিলোকে  পায় চেতনা
তবুও কয়েকটি ফুটফুটে তাজা প্রাণ
রক্তাক্ত হয়।  আহা! আমার বাংলা ভাষায়


জীবনের এই পারে -ওই পারে  
চাঁদ - সূর্য ওঠে- ডোবে
সে এক কাহিনি হয়ে  আছে
বাংলা ভাষার অনন্তের দান।