সকাল -বিকেল মানুষের আশা
নীরন্ধ্র সন্ধ্যে বিবর্ণ রাত্রির কোলে
মেলে কত চেনা - অচেনা অজানা ভাষা


এদেশে সকাল নেই
পিঁপড়ের সভায় পায়চারি করে
অল্প স্বল্প কথাই


অনর্গল ছুঁয়ে দেয় মেরু
সারি সারি  পতাকা হাতে
চালাকি হয় তো বা শুরু।