একবুক হাহাকার  প্রেমে
সময় চেনে এলো নেমে।


হাজার হাজার প্রেমের আশায়
গাছে গাছে গাছের শাখায় শাখায়।  


ক্ষীন ফুল কিন্তু  ফল এলোনা
বুকের  ভেতর  প্রেম এলো  না।


বৃথাই শুধু শরীর  ঘিরে
আত্মা দিলে ধীরে ধীরে।


ভালোবাসার  ইন্দ্রজালে
দেহের  ভেতর  বংশবৃদ্ধি হলে।


শরীর  নিয়ে দুঃখ  প্রকাশ
বুকের  মধ্যে  এক আকাশ।


প্রেম আসেনি  দুঃখ  কাছে
আমার একটা জীবন  আছে।


বাধা  দিলে আঘাত  দিলে
সারাজীবন  কষ্ট মেলে।


সব আছে কিছুই নেই
প্রশ্ন? কেন এতো দুঃখ পাই।


মেলেনি  উত্তর  আজও তায়
প্রেমে কেন  এতো  অন্তরায়?