আমরা তো সাধারণ মানুষ, রোজ রোজ খেটে মরি
আমাদের  নেই কো সময় নেতাদের পেছনে ঘুরি।


আমরা পায়ে পায়ে  হেঁটে  চলি দূরে দূরে
আমাদের  খবর যে কেউ রাখেনা এমন করে।


আমাদের  মাথায় বোঝা, গায়েতে অপবাদ
সরকারি  অনুদান থেকে তাও যে পড়ি বাদ।


আমরা সাধারণ মানুষ কথা বলা নেই অধিকার
বিনা দোষ  সাজা পাই এমনই  সরকারি পুরষ্কার।



আমরা  কেমন আছি নেয়না কেউ খোঁজ খবর
ভোটের  সময় এলে মরে শুধু গরীব পরপর।


রাত-দিন  সমান চলে এটাই আমাদের সুখের ঘর
পাহাড় প্রমাণ প্রতিশ্রুতি দেয় কেউ মাথার পর।


কত নিরাপত্তায়  যাচ্ছে কেউ স্থল ও আকাশ পথ
তবুও  নিজের দোষ গরীবের গায়ে চাপায় অপবাদ।