চলো উঠানে বসি
মনোযোগী  ছেলে হয়ে
তুমি না বলবে  না, আমার সমস্ত প্রশ্ন  শুনে
সত্যিই  না বলবে  না!


তুমি আমার স্মৃতিতে
তীব্র তরঙ্গ,  বাতাসের স্পর্শে


তুমি, আমি খাওয়ার  ঘরে
জ্যো্ৎস্নার আলো তখনও  ঝুলে
তুমি প্রশ্নের  সমাধান পাহাড় করে রাখো
আমার যাবতীয় ক্ষোভ
তোমার বিরক্তিতে


এক একটা  অভিমানে পায়রা উড়াও


তুমি তোমার সময়ের অস্ত্র হাতে কাটাকুটি  খেলো
রক্তের আর আত্মিকটানের


দেখি কে জেতে!


তুমি না বলো না!