শুভলগ্নেই ভারত মাতার কান্না
মায়ের আশীষে কত পথ অধিকার
তিনদিক ঘেরা খোলা  মাঠেই  
আকাশ  নিয়ে খেলা


কত প্রতিশ্রুতির ফুল ছুঁড়ে  
ইতিহাসের  পাতায়
তুমি কলঙ্কিত  করলে  
অপেক্ষায়রত দেশ মাতার অন্তর


বিদীর্ণ  আজ বেকার বক্ষ
সমুহান আদর্শের  মিথ্যা তালিকায়


আজও  তুমি মিথ্যার মাথা নিয়ে
বকুলের  পাঠশালায়  
কত সুরে গান ধরো
বারবার  একই  কলসির  জলে
সার্কাস  খেলো


ভারত মা  কাঁদছে  নিরন্তর
সার্কাসে বিক্রি হয়
তোমার পাদুকা ধরে
বিশ্রাম  চায়


শুধু  অপেক্ষায়রত ভারত মা ।