সারারাত কাটায় অতৃপ্ত আত্মা
সকাল হতেই একটা ভোরের কাক
কা কা করে ডেকে যায়...
ভোর ভেঙে ভেঙে দুপুর খায়
ক্রমশ মানুষের কোলাহল  বাড়ে
পুকুর পাড়ে প্রিয়জনদের শোক গড়িয়ে পড়ে
লাইন পড়ে যায় সামান্য উঠানে
কাকটি আড়চোখে জামরুল গাছ থেকে দেখে
সীমিত সময় ধরে—
শাকান্ন সারে গ্রাম্য পাড়ার বৌ-ঝি
দুপুর গড়িয়ে বিকেল গেলে
অদ্ভুত সময় পাল্টায়...


সন্ধ্যার আগে একে একে সবাই চলে গেলে
অসহায় কাক বাসাহীন পথে উড়ে যায়।