এই আশ্বিনের জ্যোৎস্নায়
মনে হয় যেন এখানে সাদা মাটির গন্ধ
অনুভবে —
আধখানা চাঁদের ঝাপসা আলোর ভেতর
যেন আমার শৈশবের মা হেঁটে যায়
বাতাসের নির্জনতার সাথে সাথে


আমার নিঃসঙ্গতার মাঝে—
সেই নীরব স্বাদ ভেসে আসে
কবেকার  সেই সব
এই আশ্বিনের জ্যোৎস্নায় নক্ষত্রের নীচে
ঘুমিয়ে পড়ি
শৈশবের মা-র হেঁটে যাওয়া পথে।