একটা গোটা জীবনে অসুখী থেকে গেলাম
আমার ব্যবহৃত পৃথিবীতে
প্রথমত হুবুহু দারিদ্র্য মায়ের আশেপাশে
ঢেকে দিয়ে গেছে শৈশবে  অসুখী
দ্বিতীয়ত হাসি,খেলা কাল সেই কৈশোর  কেটেছে অজানা অভাবে
যেখানে অসুখের স্রোতে রোজ ভেসেছি
মায়ের রক্তমাখা দু'হাতে
তখনও  অসুখী  রোজকার সংসার অশান্তিতে
শুধু স্বাধীনতাটুকু জোর করে  কেড়ে নিই
আমার শিক্ষায়
অভাব, অনটন সারাবছর পাশে রেখে
শরীরে পোশাকের ছাপ কিঞ্চিৎ পেয়েও
মায়ের  শিক্ষায় শিক্ষক আজ আমি


তবুও আজ অসুখী
যৌবনে  যতটুকু দামী সেই কামনার ঘোর
পেয়েছে তা বিবাহের পরে
প্রেম- ভালবাসা  হারিয়েছি অভাবের সাথে সাথে


বিয়ের পরে  উজাড় করে দিয়েছি আমার সমুহ ভালবাসা
দিন,মাস,বছর সময় হারিয়েছি যৌবন
কামনা, বাসনা সব জলে ফেলে
ডুবেছি মৃত্যুর এক গহ্বরে


আমি এখনও অসুখী একজন
সন্তান সুখে উজ্জীবিত হই
রাত- দিন সংসার যন্ত্রণায়
আমি অসুখী  একজন
মৃত্যুর পরে  যদি পাই সুখ
ভাগ করে নেব অতীত জীবন।