সত্যিই  আমার এ গল্প  নয়।
আমি পথে -বিপথে, ঘাত-প্রতিঘাতে ক্ষত বিক্ষত হতে হতে
অবশেষে কবিতা হয়েছি
আমি সেই গল্পের কবিতা
যেখানে একটা মৃত্যুর দরকার ছিল অথচ এই গোল প্রান্তরেখায়
হাওয়াকে একটু দূরে রেখে শীত শেষে  উড়ে যাওয়া চিলের মলিন পালক খসে খসে আসে


সেখানে মৃত্যু নয়, আনন্দ নয়, শুধু অনর্থক বেঁচে থাকা দেহ
টানতে টানতে ডুবে যাই


কবিতার আতুর আগুনে।