হাঁটা  হোক সম্পূর্ণ আয়তন ঘিরে
কখনো কখনো রাত্রি পাহারা দেয়
তোমার দেওয়া  গণ্ডি  ঘিরে


আবছা জোছনার  আলোতে রহস্যময়  আকাশ ছায়া
কাছে দূরে প্রান্তরে প্রান্তরে
তবুও  আয়তন  ছেড়ে তোমার প্রবাহ চলেছে
বিভৎস রক্ত স্রোতে
তোমার ভাবনায়  সমস্ত বিকৃতি জমে
নিজেকে  সরিয়ে ফেলি বিকারবিহীন ভাবে


তোমার নিজস্বতা  মুছে যাচ্ছে ঘনকালো অন্ধকারে
আয়তনে ঢুকে পড়েছে কালো সাদা মুখ
আমি একেবারেই তোমার ঠিক বিপরীত আড়ালে
যেখানে একটা প্রজন্মের ভেঙে যাওয়া স্বপ্নের কথা মাপি।