গিলে খাচ্ছে শরতের পাতা
রোজ সময় হাঁটা শেখায় ;আবহের প্রতিকূলে
কে কার কথা শোনে: সময় বৃত্তের সরণীতে
স্বপ্নে ঘুম;মুখে জিজ্ঞাসা: লক্ষ্য এলোমেলো


পবিত্র দুটি চোখ:প্রিয়জনের শরীরে
একে অপরের আলাপ; ছোপছোপ দাগ
যা মুহুর্তে ঝুঁকে পড়ছে মানবতার অন্ধকার


আসলে আমরা যারা একে অপরের ভালোবাসা অনুভব করি
সেই দিকে দাঁড়িয়ে আছে অশান্ত হৃদয়


চাঁদের রক্ত ঝরে পড়ছে সমুদ্রের স্বচ্ছ জলে
যা আয়নায় এটি রবিবার!