আঁধার সৃষ্টির  কিনারায়  
বাবারা  বলবে নীরবে


এ পৃথিবীতে সন্তানের  জন্ম
আবার সন্তানের  মতো  জন্ম দিতে দিতে


এই সুন্দর  জিনের জীবনটাকে
নতুন করে বাঁচতে শেখায়


এভাবে  একটা জন্ম আলো  
অজস্র জন্ম আলোয় ছড়িয়ে  পড়ে


বাবাদের জীবন
সমস্ত দিন রাত্রিকে দীর্ঘ ভাবে
ভবিষ্যৎ   জানে সন্তানের সোহাগ

নিমগ্ন  থাকে দূর  নীলিমায়
আঘাত -বেদনায় শরীর ছুঁয়ে  রাখে
বয়সের জ্বর  সংসার সমাজ
অজস্র কবিতা জন্ম দিলে
অবিকল  তোমার  কবিতায়


বাড়ে না বয়স
হয় না বুড়ো বাবাদের


শ্রাবণ রাতে
চুপিচুপি  অভিসারে
নতুন সন্তানের জন্ম দেবে বলে
কাটিয়ে দেয়
যৌবনের শেষাংশ


বাবাদের বুড়ো নেই
জেগে থাকে
সন্তানের প্রেমে


সব সন্তান বাবা হয়ে ওঠে
বাবাদের বুড়ো নেই
কোনো যুগে, কোনো কালে।