সরল মানসিকতায়
তোমার কথায় জড়িয়ে পড়ি
তোমাকে যাচাই করিনি
তোমার চোখেমুখে ছলনার আশ্রয়
আমার সরলতায় ধরা পড়েনি
আসলে অভিনয়টা  বেশি ছিলো


আমাকে ব্যবহার করতে চেয়েছিলে
সেখানে অর্থের জন্য
মতলবটা ঠিক খল নায়কের মতো
কথা আর কাজের  ভিন্নতা


আমার সরল মানসিকতায়
আঘাত হানলে
তোমার মুখের ভাষা -যা তোমার মায়ের নয়
তোমার লোভ-যা তোমার রক্তে
তোমার ব্যবহার - যা ক্ষণে ক্ষণে পাল্টায়


বুঝতে পারিনি- তোমার অভিনয়ের শ্রেষ্ঠত্ব


শুধু আমায় করলে নিজস্ব  ব্যবহার  ।