যেভাবেই হোক বদলে দেবো
বদলে দেবো সহজভাবেই
মানুষে - মানুষে কথা
সেভাবেই উস্কে দেবো


জাতি, ধর্ম পালন করবো
আমার ইচ্ছের সাথে
সেভাবেই গণতন্ত্র পাল্টে দেবো


আমার সব পথ খোলা
আয়নার বিপরীতে কেউই  নেই
শুধু আমার কথা বলা


বদলে  দেবো লাল,গেরুয়া  পোশাক
নীল -সাদা পোশাকের  ভেতর
সহজেই  ছড়িয়ে বিজ্ঞাপনের ঢাক


আমি বংশপরম্পরায় সাজিয়ে নেবো
বোকা মানবের স্রোতে
হাজারো বিদ্বজ্জনের চোখে
নতুন বিশ্বাসে ভরিয়ে
আমি সহজেই বদলে  দেবো


আইনের চোখ আজও  বন্ধ
বিরোধীর বিপ্পব শূন্য
হা- করে আকাশে তাকিয়ে মানুষ
আবারও পাই নতুন রাজ্যের গন্ধ


নিরপরাধী মুখ ভরে দেবো অপরাধে
শাসন- ত্রাস মেলে ধরবোই
আমার ইচ্ছেগুলো বংশপরম্পরায়
বদলে দেবো একান্ত নিজস্ব সাধে।