কি মোহনবাবু কোথায় চললেন?
বলবেন না আর মশাই!  রাস্তাজুড়ে গাড়ি দেখতে


সে কি? আপনি যে বড়ো অফিসার!
-আকাশ দেখেছেন?  চাঁদ, সূর্য?  
যাঁরা জনগণের টাকায় জনগণ কে সার্কাস দেখান
তাঁদের তো এতো গাড়ি!
সামনে পুলিশ, পেছনে পুলিশ
জনগণ দেখে আর ফুটপাতে বসে আঙুল চোষে
তাদের দোয়ায় তো
এতো বাহারি ফুলের সাজ


মরছে মানুষ। মরুক গে।
গরীবি ঘোচানো মন্ত্র পাঠ
প্রয়োজনে অন্তর পাঁচ বছর
ধোঁকা দিয়ে পাচ্ছে এরা জনগণের মন


বড্ড বোকা মানুষদল আপনি তো দেখলেন
শিক্ষা-দিক্ষা তবুও নেই
শুধুই বাহারি ফুল।


এবার বুঝলেন রাজু বাবু!