তোমার অতীত...


এখন থেকে তুমি ভবিষ্যৎ বলে যাও
চিনে নাও অক্ষরের অক্ষরেখা
হাঁটা পথের স্থান বিন্যাস — দেখে চলা...


আমি তো সেই পথেই হাঁটি
তবুও মেঘের ভেতর মেঘের শপথ...
এক একটা চিত্রকল্প যেন একটুকরো রাগ- অভিমানের কবিতা —
শুধু  ভেবে যাওয়া কথা রাখা; টুকরো টুকরো শব্দ... পাখির ডানায় অস্থির।


বলে যাওয়া শপথ... এরপর ভবিষ্যৎ!
অসহায় এক বিপন্ন-বিস্ময়ের ভেতর


শুধু সংলাপ বলে যায়...